জেনে নিন রাসেল ডোমিঙ্গোর কিছু তথ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৭ আগস্ট ২০১৯
জেনে নিন রাসেল ডোমিঙ্গোর কিছু তথ্য

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আগামী দুই বছরের জন্য ডোমিঙ্গোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বাদশ বিশ্বকাপে দলের ব্যর্থতার পর প্রধান কোচ স্টিভ রোডসকে সরিয়ে দেওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন রাসেল ডোমিঙ্গো। টাইগারদের প্রধান কোচ হওয়ার দৌঁড়ে তিনি ছাড়াও ছিলেন মাইক হেসন ও মিকি আর্থার। তবে তাদেরকে পেছনে ফেলে বাংলাদেশের দায়িত্ব পেলেন ডোমিঙ্গো

বিসিবির কাছে কোচ হিসেবে সাক্ষাৎকারে ডোমিঙ্গো নিজের পরিকল্পনা দু’ভাবে তুলে ধরেন। একটি ২০২০ টি-২০ বিশ্বকাপ, অন্যটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। তার পরিকল্পনায় সন্তুষ্ট বিসিবি। এখন বাংলাদেশ দলের কোচ হিসেবে ডোমিঙ্গোর প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ।

রাসেল ডোমিঙ্গো, অল্প বয়সে কোচিং পেশায় প্রবেশ করার আগে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্সের হয়ে জুনিয়র ক্রিকেট খেলেছেন। কোচিংয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে ডোমিঙ্গোর। বাংলাদেশে অনুষ্ঠিত ২০০৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পালনে ছিলেন তিনি।

মাত্র ২৫ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্স যুব দলের কোচের দায়িত্ব পান তিনি। পরের ১২ বছরে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯, ‘এ’-‘বি’ দলের দায়িত্ব পালন করেন ডোমিঙ্গো। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ওয়ারিয়র্সের কোচের দায়িত্বও পান তিনি।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকার কোচ হন ভারতকে ওই বছর বিশ্বকাপ এনে দেওয়া গ্যারি কার্স্টেন। নিজের পছন্দ মত ডোমিঙ্গোকে সহকারী হিসেবে বেছে নেন কার্স্টেন। এক বছর পরই টি-২০ দলের প্রধান কোচ হন ডোমিঙ্গো।

২০১৩ সালে কার্স্টেনের বিদায়ে তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হন ডোমিঙ্গো। এরপর ১৩ টেস্ট সিরিজে ৮টিতে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন ডোমিঙ্গো। ওয়ানডেতেও সাফল্য ছিল চোখে পড়ার মত।

২২ ওয়ানডে সিরিজের ১৪টিতে জয় পায় প্রোটিয়ারা। এছাড়া তার অধীনে ৪২টি টি-২০ ম্যাচে ২৩টিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো

জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির অবসর নয়

জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির অবসর নয়

তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে