সাবেক ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ পিএম, ১৬ আগস্ট ২০১৯
সাবেক ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

সাবেক ভারতীয় ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর আত্মহত্যা করেছেন। একসময়ের ওপেনিং ব্যাটসম্যান চন্দ্রশেখরের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল ভিবি কাঁচি ভিরান্সের মালিক ছিলেন। এই দলের মালিক হিসেবে তাঁর অনেক লোকসান হয়েছে বলে জানা গেছে। এরপরই তিনি অবসাদে ভুগতে শুরু করেন। ঋণও করে ফেলেছিলেন তিনি। এক মাস আগে ব্যাংক থেকে তাঁকে নোটিসও পাঠানো হয়। বন্ধক রাখা ছিল বাড়িও। আত্মহত্যা করার কিছুক্ষণ আগেও তিনি পরিবারের সঙ্গে বসে চা খেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রশেখর ভারতের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত সাতটি একদিনের ম্যাচ খেলেন। তবে খুব একটা সফল হতে পারেননি। সাতটি ইনিংসে করেছিলেন মাত্র ৮৮ রান। যার মধ্যে একটি ম্যাচে অর্ধশতরানও করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য না পেলেও তাঁর এক কীর্তি আজও মনে রেখেছে ভারতীয় ক্রিকেট। ১৯৮৮ সালের ইরানি ট্রফিতে ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে করেন ৪ হাজার ৯৯৯ রান, রয়েছে দশটি সেঞ্চুরিও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশপাশি চন্দ্রশেখরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হারভাজান সিং, অজিঙ্ক রাহানের মতো খেলোয়াড়রাও।



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি

টাইব্রেকারে হার মানেন টিটসিপাস ও নিশিকোরি

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

শুরুর আগেই স্থগিত হলো ইউরো টি-২০ স্ল্যাম

শুরুর আগেই স্থগিত হলো ইউরো টি-২০ স্ল্যাম