তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৬ আগস্ট ২০১৯
তামিমের অনুরোধ রেখেছে বিসিবি

ফাইল ছবি

ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকপে বাজে ফর্মের পর সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরেও নিজেকে হারিয়ে খুঁজছেন দেশ সেরা এ ব্যাটসম্যান।

নিজেকে খুঁজে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্রাম চেয়ে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ও টি-২০ সিরিজে যেন তাকে রাখা না হয় -এ বিষয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি

তামিমের সেই অনুরোধ বিসিবি রেখেছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তামিম ঈদের আগে অনুরোধ করেছিল। তাই আমরা তাকে আসন্ন সিরিজ থেকে দূরে রেখেছি। ফলে সে আগামী টেস্ট ও টি-২০ সিরিজে খেলছে না।’

সেপ্টম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ ও সিরিজ খেলতে ৩১ আগস্ট ঢাকা আসবে আফগানিস্তান। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর।

টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে টাইগাররা কমপক্ষে চারটি ম্যাচ খেলবে। তামিমের আবেদন মঞ্জুর করার এ আসরে তাকে আর পাওয়া যাবে না।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে বিশ্রাম চাইলেন তামিম ইকবাল

অবশেষে বিশ্রাম চাইলেন তামিম ইকবাল

সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

টি-২০ বিশ্বকাপের আগে হাই-পারফরমেন্সে নজর বিসিবির

টি-২০ বিশ্বকাপের আগে হাই-পারফরমেন্সে নজর বিসিবির

বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিলেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিলেন রাসেল ডোমিঙ্গো