পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৫ আগস্ট ২০১৯
পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন

পাকিস্তানের জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়ে আবেদন করেছেন প্রাক্তন স্পিনার সাকলাইন মুস্তাক। আগামী সোমবার পিসিবির নির্বাচিত প্রতিনিধিদের কাছে ইন্টারভিউ দেবেন তিনি।

সাকলাইনের বয়স এখন ৪২। পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্টে ২০৮টি এবং ১৬৯টি একদিনের ম্যাচে ২৮৮টি উইকেট নিয়েছেন তিনি। আগামী বছর যুব বিশ্বকাপের কথা মাথায় রেখে তড়িঘড়ি নতুন কোচের হাতে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব তুলে দিতে চাইছে পাক বোর্ড।

আবেদনের কথা স্বীকার করে সাকলাইন বলেন, ‘আমি আবেদনপত্র পাঠিয়েছি। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে আমাকে। খেলা ছাড়ার পর যথেষ্ট পরিমাণে কোচিং অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সামারসেট ও মিডলসেক্সের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমার। বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক অ্যাকাডেমির সঙ্গেও কাজ করেছি। সুতরাং পাকিস্তানের যুব দলের দায়িত্ব নিতে পারলে আমি অনেক কিছু ফিরিয়ে দিতে পারি।'

সাকলাইন ইতোমধ্যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সিনিয়র দলের সঙ্গে কোচিং স্টাফ অথবা স্পিন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। গত আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফ হিসাবে ব্রিটিশদের ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন তিনি। চলতি অ্যাশেজ সিরিজেও তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে কাজ করছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল

চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিভারপুল

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

কোহলির অভিষেক ম্যাচের ক্রিকেটাররা আজ কে কোথায়

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

ধনঞ্জয়ার ঘূর্ণিতে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৩

ধনঞ্জয়ার ঘূর্ণিতে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৩