ক্রিকেট থেকে কিছু দিনের বিরতি নিচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। সফরকারী অস্ট্রেলিয়ার বিপেক্ষ বুধবার (১৫ আগস্ট) লর্ডসে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এজবাস্টনে ইংল্যান্ডের পরাজিত হওয়া ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে শূন্য ও চার রান করতে সক্ষম হন ৩২ বছর বয়সী আলী। এছাড়া বল হাতেও তিনি মোটেই ভালো করতে পারছিলেন না। দুই ইনিংসে ১৭২ রানে আলী মাত্র তিন উইকেট নিতে সক্ষম অফ স্পিনার আলী।
বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য আলীর পরিবর্তে লর্ডস টেস্টে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার সমারসেটের জ্যাক লিচ। কাউন্টি দল উরচেস্টারশায়ার জানিয়েছে তাদের খেলোয়াড় আলী ‘খেলা থেকে কিছু দিন বিরতি নেবেন।’
উরচেস্টারশায়ার ফার্স্ট টিম কোচ অ্যালেক্স গিডম্যান ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে বলেন, ‘মঈন আলী নিজকে রিচার্জ করার জন্য কিছু দিন খেলার বাইরে থাকবেন এবং নিজের প্রয়োজন মত অনুশীলনে কিছু সময় ব্যয় করবেন, যার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’