ইনজুরির কথা সবার কাছ থেকে লুকিয়ে এবারের বিশ্বকাপে খেলা চালিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। এখানেই শেষ নয়, এ কথা গোপন করে নিচ্ছেন সেনাবাহিনীর ট্রেনিংও। ফলে তার যে চোটে ছিল সেটার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে এমনই দাবি করেছে একটি সংবাদমাধ্যম।
তারা লিখেছে, ‘বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ধোনি। তা সত্ত্বেও খেলা চালিয়ে গিয়েছিলেন। শোনা যাচ্ছে তাঁর আঙুলে চিড় ধরেছে। কিন্তু ধোনি কাউকেই ব্যাপারটা জানাননি।’
ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ধোনি এখনও চোটের জায়গায় স্ক্যান করাননি।
এ মুহূর্তে ধোনি রয়েছেন শ্রীনগরে। টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত তিনি। চোটের খবর জানাজানি হলে সেনাবাহিনীর হয়ে এই কাজ করার সুযোগটা তিনি পেতেন না। এই কাজ করবেন বলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ার আবেদন জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।
সেনাবাহিনীর হয়ে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি ধোনি, তাই চোট নিয়ে চূড়ান্ত নীরবতা অবলম্বন করেছেন, দাবি ওই সংবাদমাধ্যমের।