ক্রিকেটের যেখানে যাত্রা শুরু, এ খেলা আজ আর সেখানে নেই। নানাভাবে ঢের পরিবর্তন হয়েছে জনপ্রিয় এ খেলায়। ব্যাট থেকে শুরু করে জার্সি, ক্যামেরা থেকে শুরু করে স্কোরবোর্ড পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানে। ক্রিকেটের প্রতিটি ক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছোঁয়া।
ক্রিকেট বলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। সাদা ও লাল বলের পরে এসেছে গোলাপী বল। আর এবার ক্রিকেট বলে লাগতে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া। বলটা দেখতে আর পাঁচটা ক্রিকেট বলের মতোই হবে। তবে খুললেই চমকে উঠতে হবে। কারণ, সেই বলের ভেতরে থাকবে মাইক্রোচিপ।
অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা এই নতুন বল আনতে যাচ্ছে। বিগ ব্যাশের পরের মৌসুমের ম্যাচে এই বলে খেলা হতে পারে। অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও এই বল আনার পরিকল্পনা করছে সংস্থাটি। আপাতত মাইক্রোচিপ লাগানো এই বল নিয়ে পরীক্ষা চলছে।
কুকাবুরার পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা প্রায় শেষ। এবার মাঠে এই বল আনার অপেক্ষা। গতির বেশ কিছু পরিসংখ্যান দেবে এই বল। বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি, এই সমস্ত তথ্য পাওয়া যাবে।
আম্পায়ারদেরও দারুন সাহায্য করবে এই স্মার্ট বল। ডিআরএস-এর ক্ষেত্রে আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই বল। এছাড়া এলবিডব্লিউ-এর ক্ষেত্রেও এই বল সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে। সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও আম্পায়াররা সহায়তা পাবেন।