সেপ্টেম্বরে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। এ সফরে দলের অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর হিসেবে এনোচ এনকুয়েকে নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা(সিএসএ)। সেপ্টেম্বর-অক্টোবরে এ সফরে তিনিই দলের কোচের দায়িত্ব পালন করবেন।
বিশ্বকাপে ব্যর্থতার পর প্রধান কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং স্টাফকে বিদায় দিয়েছে সিএসএ। দলের নতুন ধারায় এগিয়ে চলার পথে ‘টিম ডিরেক্টর’ নামে এনোচ এনকুয়ে সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন।
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয়ী হওয়ায় সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় প্রোটিয়াদের। দলের এমন পারফরমেন্সের কারণে পুরো টিম ম্যানেজমেন্টেই পরিবর্তন এনে ‘ফুটবল’ স্টাইলে নতুন ধারা চালু করছে সিএসএ। অর্থাৎ ফুটবলের মত কোচের ভুমিকা ও ক্ষমতা দিয়ে ‘টিম ডিরেক্টর’ পদ সৃষ্টি করা হয়েছে।
নতুন এ নিয়ম অনুযায়ী কোচ, সহকারী কোচ, পুরো কোচিং স্টাফ এমনকি দলের মেডিকেল স্টাফও নির্বাচন করবেন টিম ডিরেক্টর। সাপোর্টিং স্টাফের সকলেই টিম ডিরেক্টরের অধীনে থাকবেন। টিম ডিরেক্টর বোর্ডের ক্রিকেট পরিচালকের কাছে জবাবদিহি করবেন।
সাবেক এ পেস বোলিং অলরাউন্ডার ইনজুরির কারণে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। আন্তর্জাতিক ম্যাচ খেলার কোন অভিজ্ঞতা না থাকলেও কোচিংয়ে নাম লেখান ৩৬ বছর বয়সী এনকুয়ে।
এক সময় নেদারল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা এনকুয়ের ঘরোয়া ক্রিকেটে বেশ সাফল্য আছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেরা পুরস্কার পেয়েছেন তিনি।
ভারত সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে প্রোটিয়ারা। টেস্টে অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসিস। সিমিত ওভারের অধিনায়ক এখনো নির্বাচন করেনি দক্ষিণ আফ্রিকা।