সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা। বৃহস্পতিবার (৮ আগস্ট) হঠাৎই তিনি এ ঘোষণা দিয়েছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার জার্সিতে এ ব্যাটসম্যানকে আর দেখা যাবে না।
১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন হাশিম আমলা। ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের ওপরে রান, রয়েছে ৫৫টি সেঞ্চুরি।
অবসরের ঘোষণায় আমলা বলেছেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান সর্বশক্তিমানের, যিনি আমাকে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এ ভ্রমণটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। এ সফরে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’
বিদায়বেলায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা-মাকে, যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই দুর্দান্ত ভ্রমণে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু ও এজেন্ট, আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যকে।’
২০০৪ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল ডান হাতি দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যানের। প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটটা এভাবে হঠাৎ আমলা বিদায় জানাবেন তা কেউ জানতেন না। বিশ্ব ক্রিকেটে বড় চমকই না দিলেন আমলা।