পাকিস্তানের বোলিং কোচ হতে চান সাঈদ আজমল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৩ আগস্ট ২০১৯
পাকিস্তানের বোলিং কোচ হতে চান সাঈদ আজমল

পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন দেশটির সাবেক খেলোয়াড় সাঈদ আজমল। পাকিস্তানের হয়ে দুই শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা এ অফ স্পিনার এক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

জাতীয় দলের হয়ে ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে এবং ৬৪টি টি-২০ ম্যাচ খেলা আজমল স্থানীয় এক্সপ্রেস নিউজকে বলেন, পাকিস্তান ক্রিকেটের মঙ্গলের জন্য তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

তারকা এ অফ স্পিনার বলেন, ‘দলের বোলিং কোচ হিসেবে কাজ করে আমি পাকিস্তান ক্রিকেটকে সেবা দিতে চাই। আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এবং ইংল্যান্ডের লেভেল টু কোচিং কোর্সে পাম করেছি আগামী এপ্রিলে আমি লেভেল থ্রি কোর্সে অংশ নেব। এছাড়া নিজের একাডেমিতে আমি দুই শতাধিক তরুণ ক্রিকেটারদের কোচিং করাচ্ছি।’

এ সময় পাকিস্তান দলের অধিনায়কত্ব নিয়েও কথা বলেন ৪১ বছর বয়সী আজমল। টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তান দলের অধিনায়কত্ব করার জন্য মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম সঠিক ব্যক্তি মনে করছেন তিনি।

তিনি বলেন, টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বাবর সেরা পছন্দ বলে আমি মনে করি। দলের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে একমাত্র মানদণ্ড হওয়া উচিত পারফরমেন্স এবং সব ফরম্যাটেই বাবরের পারফরমেন্স অনুকরণীয়।

টেস্ট ক্রিকেট থেকে পেসার মোহাম্মদ আমিরের অবসরের বিষয়ে আজমল বলেন, টেস্ট ক্রিকেট থেকে আমিরের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় ধাক্কা এবং দলের পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আমির ‘কেলেঙ্কারি’র পর নিয়ম পাল্টাচ্ছে পাকিস্তান

আমির ‘কেলেঙ্কারি’র পর নিয়ম পাল্টাচ্ছে পাকিস্তান

আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

দেশ ছাড়তে পারেন মোহাম্মদ আমির

দেশ ছাড়তে পারেন মোহাম্মদ আমির