দেশে ফিরলেন তামিম-মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০১ আগস্ট ২০১৯
দেশে ফিরলেন তামিম-মুশফিকরা

শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ দল। যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় প্রায় দুই ঘণ্টা পর দেশে ফিরে টাইগাররা। সকাল ৯টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার কলম্বো ছাড়ে বাংলাদেশ।

বিশ্বকাপে ব্যর্থতা ভুলতে শ্রীলঙ্কা সিরিজকে বেছে নিয়েছিল বাংলাদেশ। তবে সেখানেও পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মাশরাফি-সাকিব-সাইফউদ্দিন বিহীন দল তিন ম্যাচ সিরিজের সবক’টিতেই হার মানে। তিন বিভাগের কোনটিতেই লঙ্কানদের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে পারেনি তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফর করতে পারেননি মাশরাফি-সাইফউদ্দিন। আর বিশ্বকাপের ধকল সামলাতে সেচ্ছায় বিশ্রামে ছিলেন সাকিব। নিজের বিয়ের কারণে দলের বাইরে ছিলেন ওপেনার লিটন দাস।

অনুশীলন ম্যাচে জয় দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। ৫ উইকেটের জয় ছিল তাদের। তবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের কোনটিতে জয়ের পথও তৈরি করতে পারেনি তারা। প্রথম ম্যাচে ৯১ রানে, দ্বিতীয়টিতে ৭ উইকেটে ও তৃতীয় ম্যাচে ১২২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে পঞ্চমবারের মত শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

২০০২, ২০০৫, ২০০৭ ও ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে আজ অবধি কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এটিও ব্যর্থতার সর্বোচ্চ শিখরেই থাকলো এবারের সফর শেষে।



শেয়ার করুন :