বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির (৭৫) আর নেই। সোমবার (২৯ জুলাই) সকালে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার ধানমন্ডির ইডেন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম করিব।
১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম নেওয়া শামীম কবিরের আসল নাম ছিল আনোয়ারুল কবির। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে।
১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার ওঠে তার হাতে।
১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। তৎকালীন সময়ে ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সে ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। ওই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শামীম কবির।
তিনিই ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক।
গত শনিবার (২৭ জুলাই) বিসিবির বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশ ক্রিকেট দলে প্রথম ক্যাপ্টেন শামীম ভাইয়ের (শামীম কবির) শরীরের অবস্থা ভালো না। তার চিকিৎসা বাবদ হাসপাতালে যত বিল আসে বিসিবির পক্ষ থেকে তা সবই দেওয়া হবে।