দেশ ছাড়তে পারেন মোহাম্মদ আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ এএম, ২৯ জুলাই ২০১৯
দেশ ছাড়তে পারেন মোহাম্মদ আমির

ফাইল ছবি

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। এবার নতুন খবর হলো, আমির বৃটিশ পাসপোর্ট অর্জনের পরিকল্পনা করছেন এবং যুক্তরাজ্যে স্থায়ী তিনি হতে চায়।

একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ কথা বলা হয়েছে। দেশের প্রয়োজনের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে সাবেক তারকরাও আমিরেরও উপর ক্ষব্ধ হয়েছেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে বৃটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করেন আমির এবং স্পাউস ভিসা অর্জন করেন। যার সুবাদে তিনি ৩০ মাস ইংল্যান্ডে বসবাস করার অনুমতি লাভ করেন।

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘এটা পরিস্কার যে আমির বৃটিশ পাসপোর্ট নেওয়ার এবং ভবিষ্যতে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করার পরিকল্পনা করছেন।’

আরও বলা হয়, ‘স্পাউস ভিসা থাকায় সে মুক্তভাবে কাজ করতে পারছে এবং যুক্তরাজ্যের একজন স্থায়ী বসবাসকারী হিসেবে অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করছেন। যে কারণে তিনি ইংল্যান্ডে একটি বাড়ি কেনারও চেষ্টা করছেন।’

২৭ বছর বয়সী আমিরের মধ্যে এখনো ক্রিকেটকে দেওয়ার মত অনেক কিছু বাকি আছে এবং যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পরিকল্পনা তার ভক্তদের কাছে বিস্ময় সৃষ্টি করেছে।

সূত্রটি জানায়, ২০১০-১১ মৌসুমে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে কয়েক মাস ইংল্যান্ডে জেল খাটা সত্ত্বেও স্পাউস ভিসা পান আমির। তিনি নিয়মিত ইংল্যান্ড যাতায়াত করছেন এবং গত বছর থেকে কাউন্টি ক্রিকেট খেলছেন। সুতরাং এখন আর তার জন্য কোন বাধা নেই।

স্পট ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ থাকায় মাত্র ৩৬ ম্যাচ খেলা আমি ২৬ জুলাই (শুক্রবার) টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। হঠাৎ করে আমিরের এমন সিদ্ধান্তে দেশটির সাবেক ক্রিকেটাররা বিস্মিত, হতাশ ও ক্ষুদ্ধ।

অনেকেই মনে করছেন আমির কেবলমাত্র অর্থ কামাই করতে চায়, দেশের প্রতি তার কোন দায়বদ্ধতা নেই। যে কারণে টি-২০ ক্রিকেট বেশি খেলতে পছন্দ করেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক