ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আরও ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার (২৭ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পাপন বলেন, ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলকে বিসিবির পক্ষ থেকে আরও ১০ লাখ টাকা দেওয়া হচ্ছে। আজ (শনিবার) বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে এর আগেও সহায়তা করা হয়েছে, তা আপনারা (সাংবাদিক) জানেন।
ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল তার চিকিৎসাবাবদ প্রায় এক কোটি টাকা খরচ করেছে ফেলেছেন। অস্ত্রোপচারের সময় বিসিবি তাকে আর্থিক সহযোগিতা করেছিল। সম্প্রতি তার চিকিৎসার খরচ মেটানো জন্য নিজের ব্যবহৃত ফ্লাটটি বিক্রি করবেন বলে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন রুবেল।
এদিকে মোশাররফ হোসেন রুবেলকে ছাড়াও ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম খানকে চিকিৎসা বাবদ দুই লাখ, বাংলাদেশ ক্রিকেটের সাবেক বাহাতি স্পিনাররামচাদ গোয়ালাকেও চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাপন আরও বলেন, আমাদের (বাংলাদেশ ক্রিকেট দল) প্রথম ক্যাপ্টেন শামীম ভাই (শামীম কবির), ওনার শরীরের অবস্থা ভালো না। তার চিকিৎসা বাবদ হাসপাতালে যত বিল আসে বিসিবির পক্ষ থেকে তা দেওয়া হবে। তিনি আমাদের ফাস্ট ক্যাপ্টেন।