বাংলাদেশ ক্রিকেটের কোচ হিসেবে অতিথ হয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। বর্তমানে তিনি মাস্টারি করছেন নিজ দেশ শ্রীলঙ্কার হয়ে। তাকে নিয়ে এখনো আলোচনার কমতি নেই বাংলাদেশে। তবে এতো বোকামি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ।
তিনি বলেন, যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি। আমি আসলে হাথুরুসিংহের ব্যাপারটাই আনতে চাইনি বাংলাদেশ দলের মধ্যে।
ত্রিদেশীয় সিরিজ শুরুর বেশ আগে থেকেই তুমুল আলোচনা চলেছে শ্রীলঙ্কার কোচ হয়ে হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই আলোচনা আরও বেশি উচ্চারিত হয়। পরে ম্যাচে বাংলাদেশের বিশাল জয়ের পর ঘুরে ফিরে আসছে হাথুরুসিংহের প্রসঙ্গ।
খালেদ মাহমুদ বলেন, উনি শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর বাংলাদেশে পড়েছে। হয়ত তাই কথা বেশি হয়েছে। কিন্তু আমাদের মাথায় কেবল দল কিভাবে আরও সামনে যাবে, সেই চিন্তাই ছিল। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ করছি।
তিনি আরও বলেন, দিন শেষে এটা ক্রিকেট খেলা। আমরা যার বিপক্ষেই খেলি, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। যতোই ভালো পরিকল্পনা করি, কাজে না লাগাতে পারলে আমরা জিততে পারব না। আমরা ভাগ্যবান যে শেষ দুই ম্যাচে আমরা বেশ ভালোভাবেই পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরেছি। এ কারণেই হয়তো আমরা রেকর্ড ব্যবধানে জিততে পেরেছি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই কথা বললেন সাকিব আল হাসানও। বলেন, আমরা ওসব কিছুই মাথায় নেইনি। আমি চাই আপনারাও যাতে মাথায় না নেন।