শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ১৯ জুলাই ২০১৯
শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

শ্রীলঙ্কা সফরের আগে হঠাৎ ইনজুরির কারণে সফর থেকে ছিটকে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে সিরিজের এখন নেতৃত্ব দেবেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ানডে দলের নিয়মিত অধিনায়কের ইনজুরিতে শ্রীলঙ্কায় দলের নেতৃত্বে দেবেন তামিম ইকবাল।

অন্যদিকে শ্রীলঙ্কা সফরে দলে থাকা সাইফউদ্দিনও ইনজুরিতে পড়েছেন। পলে দলে এখন দুটি পরিবর্তন আনতে হচ্ছে। মাশরাফি আর সাইফউদ্দিনের বদলে দলে ডাক পেয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

মাশরাফির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন জানান, সেন্ট্রাল নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মাশরাফি। ইনজুরি বেশ গুরুতর বলেই মনে হচ্ছে।

সন্ধ্যায় চোট পাওয়ার আগে শ্রীলঙ্কা সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ সুজন ও অধিনায়ক মাশরাফি। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সফরের নানা দিক নিয়ে কথা বলার পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়েও নানা প্রশ্নের জবাব দেন মাশরাফি।

নিজের অবসর নিয়ে করা এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, অবসরে চিন্তা এখনো করছি না। তবে খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার এ সফর শেষবারের মতো এটা ঠিক।

মাশরাফির খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা সফরে আর যাওয়া হচ্ছে না। কারণ, এ সিরিজ থেকে ইতোমধ্যেই তিনি ছিটকে গেছেন।

চলতি মাসের (জুলাই) ২৬ তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফরের মূল পর্ব। সেদিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

এদিকে মাশরাফির পর আরেক দুঃসংবাদ হলো সাইফউদ্দিনের ইনজুরি। পিঠের ইনজুরিতে শ্রীলঙ্কা সফর থেকে তিনিও ছিটকে গেছেন। এছাড়া বিশ্বকাপ শেষে ছুটি নেওয়ায় এ সফরে খেলছেন না সাকিব আল হাসান।

শ্রীলঙ্কা সফরে নতুন করে বাংলাদেশের স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ , মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম এবং এনামুল হক।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি

শ্রীলঙ্কায় এটাই আমার শেষ সফর : মাশরাফি

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

হাথুরুসহ শ্রীলঙ্কার সকল কোচিং স্টাফদের পদত্যাগের নির্দেশ

দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই চমক নিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা