বিশ্বকাপ শেষে নিয়ম পাল্টালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়ম অনুযায়ী মাথায় আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের বদলি হিসেবে অন্য কেই খেলতে পারবেন।
আইসিসির এ নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে এটা কার্যকর হবে। লন্ডনে আইসিসির চলতি বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার (১৮ জুলিই) সংস্থাটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
নিয়মটি পাস করার আগে ঘরোয়া ক্রিকেটে দুই বছর মহড়া দিয়েছে আইসিসি। আইসিসি এ নিয়ম পাস করায় ১ আগস্ট থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজে এটি কার্যকর হবে। অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হবে ২০১৯-২০২১ মেয়াদী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
আইসিসি বিবৃতিতে জানায়, বদলি নামানোর সিদ্ধান্ত চালু থাকবে এবং সেটি নেবেন দলের চিকিৎসা প্রতিনিধি। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।
আইসিসি এ নিয়মে ছেলে ও মেয়ে উভয় ক্রিকেটের সব সংস্করণে কার্যকর হবে।
২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ফিলিপ হিউজ শেফিল্ড শিল্ডে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মারা যান। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওই ঘটনার তদন্ত করার পরই বিষয়টি সবার সামনে চলে আসে। ২০১৬-১৭ মৌসুমে ছেলে ও মেয়েদের ঘরোয়া ক্রিকেটে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম চালু করে অস্ট্রেলিয়া।
এবার বিশ্বকাপেও হাশিম আমলা ও উসমান খাজার মতো ব্যাটসম্যান মাথায় আঘাত পেয়েছিলেন। আফগানিস্তানের রশিদ খানও মাথায় আঘাত পেয়েছিলেন। তবে নিয়ম না থাকায় বদলি খেলোয়াড় নামানো যায়নি।