সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে শক্তিশালী ভারত। এরপরই দলের মধ্য কোন্দল ও কোচিং স্টাফ পরিবর্তনের কথা উঠেছে। এমনকি প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফ নিয়োগদানের জন্য ইতোমধ্যে বিজ্ঞাপনও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্বকাপে ব্যর্থ হলেও অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই এবং দলের আরও কতিপয় খেলোয়াড় কোচ শাস্ত্রির কর্ম পদ্ধতিতে খুশি। যে কারণে তারা শাস্ত্রিকেই প্রধান কোচ হিসেবে রাখতে চাচ্ছেন। তারই সূত্র ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রিই থাকছেন।
বিসিসিআইর এক কর্মকর্তা নয়া দিল্লি টেলিভিশনকে বলেন, ‘দলের জন্য শাস্ত্রি সব কিছুই সঠিকভাবে করেছেন। তার অধীনে দল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে, ওয়ানডে ক্রিকেটে আছে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। একটা খারাপ ম্যাচেই একজন কোচ খারাপ হয়ে যায় না। পুনরায় আবেদন করলে তিনি অগ্রাধিকার পাবেন।’
বিসিসিআইর কাছ থেকে ৮ কোটি রুপির বেশি বেতন পাওয়া শাস্ত্রি আবারও আবেদন করবেন বলেও বিভিন্ন প্রতিবেদনে জানানো হচ্ছে। এছাড়া বোলিং কোচ ভরত অরুণও আবেদন করবেন।
কপিল দেবের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএও) একজন প্রধান কোচ নির্বাচন করবেন।