>> সমান পয়েন্ট নিয়েও পাকিস্তানের বিদায়
>> মাশরাফি-সাকিবদের কোচ চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি
>> হেড কোচসহ সাপোর্ট স্টাফ পদে ভারতের নিয়োগ বিজ্ঞপ্তি
আইসিসি দ্বাদশ বিশ্বকাপের নিউজিল্যান্ডের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। ফলে পঞ্চম স্থান থেকেই তারা বিদায় নিয়েছে। এদিকে বিশ্বকাপে ব্যর্থতার পর আলোচনা শুরু হয়েছে জাতীয় দলে কোচ পরিবর্তনে। যদিও বিশ্বকাপ শেষে বর্তমান কোচ আর্থারের মেয়াদও শেষ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের পরিবর্তে সাবেক ইংল্যান্ড কোচ জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এবং লিজেন্ডারি অফ স্পিনার স্বদেশি সাকলাইন মুশতাক এগিয়ে আছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে মঙ্গলবার (১৬ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
ইংল্যান্ড দলের কোচ হিসেবে অত্যন্ত সফল ছিলেন ফ্লাওয়ার। তিনি প্রধান কোচ থাকাকালেই ২০১০ সালে ইংল্যান্ড প্রথম এবং একবারই টি-২০ বিশ্বকাপ শিরোপা জয় করে। শুধু তাই নয় ২৮ বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ এবং নিজ মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয় করে ইংলিশরা।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক দলের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের সেরা স্পিনারদের একজন মুশতাকের। খেলোয়াড়ী জীবনে ৪৯ টেস্টে পাকিস্তানের হয়ে ২৯.৮৩ গড়ে ২০৮টি এবং ২১.৭৮ গড়ে ১৬৯ ওয়ানডেতে ২৮৮ উইকেট শিকার করেছেন মুশতাক।
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে আর্থারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং প্রধান কোচ হিসেবে তার ভাগ্য নিয়ে জোড় গুঞ্জন রয়েছে।
স্থানীয় দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকার রিপোর্ট অনুযায়ী, পিসিবি ভিন্ন ভিন্ন অধিনায়কের কথা বিবেচনা করছে। সরফরাজ আহমেদ ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে পারেন। তবে টেস্ট অধিনায়ক হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও পুনর্গঠিত হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে।