লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে সকালে বৃষ্টির কারণে টস কিছুটা দেরিতে অনুষ্ঠিত হওয়ায় ম্যাচ শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। তবে কোন ওভার কর্তন করা হয়নি।
সবুজ পিচের সুবিধাকে কাজে লাগিয়ে ব্যাটসম্যানরা সুবিধা পাবে ভেবেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক। এ সম্পর্কে উইলিয়ামসন বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। সিদ্ধান্তটা কঠিন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ব্যাটিং সার্ফেস। কিন্তু তারপরও কিছুটা দ্বিধা আছে। সেমিফাইনাল ম্যাচটা কঠিন ছিল, সেই ম্যাচটি আমাদের আতবিশ্বাস যুগিয়েছে।’
ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান বলেন, ‘টস হারার বিষয়টি আমার মোটেই মাথায় নিচ্ছি না। মূল কথা হলো শিরোপা জয় করতে হবে। সেটা অবশ্যই ভালো খেলার মাধ্যমে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টনে আমরা দারুণ একটি পিচে খেলেছি, আমাদের মূল শক্তি হচ্ছে বোলিং।’
উভয় দলই সেমিফাইনালের অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নেমেছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ও নিউজিল্যান্ড ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ইংল্যান্ড একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উপ।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আম্পায়ার : কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও মারায়িস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
টিভি আম্পায়ার : রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ রেফারি : রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)।