ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। ১২ জন আইকন ক্রিকেটারের দল নির্ধারণ হলো আজ (শনিবার)। ঢাকার অভিজাত ওয়েস্টিন হোটেলে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির মাধ্যমে দলে নেয়া হয় আইকন ক্রিকেটারদের।
নিলামের শুরুতেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি মতুর্জা, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ড্যাশিং ওপেনারকে দলে নেয় যথাক্রমে শাইনপুকুর, মোহামেডান ও কলাবাগান।
এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসিরকে দলে নেন লিজেন্ড অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ও আবাহনী লিমিটেড। বাকি ছিলেন মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস এনামুল হক বিজয়, লিটন কুমার দাস ও রুবেল হোসেন।
দীর্ঘ সময় পর পুরনো ছন্দে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নিয়েছে প্রাইম দোলেশ্বর। ইমরুল কায়েসকে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুলকে নিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, লিটনকে প্রাইম দোলেশ্বর আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের আইকন ক্রিকেটার হিসেবে বেছে নেয় রুবেল হোসেনকে।
ডিপিএলের এবারের আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট তালিকায় মোট ছয় ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোট ২২৭ জন ক্রিকেটার। যার মধ্য থেকে আজ ২১৩ জন ক্রিকেটারকে পাচ্ছে দলগুলো। বাকি ক্রিকেটারদের আসরের নিয়মানুযায়ী বিগত বছরের ক্লাবগুলো দলে ধরে রাখায় আর প্লেয়ার্স বাই চয়েজে পাওয়া যাচ্ছে না।
মোস্তাফিজের দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব দরে রেখেছেন যাদের তারা হলেন- ফরহাদ রেজা, আরাফাত সানি, ইমতিয়াজ হোসেন তান্না, মার্শাল আইয়ুব ও শরীফউল্লাহ।