ঠিক ফ্রি হিটে ছক্কা মারার মতো ঘটনা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে লুফে নিয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে আসা শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে বাগিয়ে নিলেও দলে নেই আর কোনো তারকা ক্রিকেটার।ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মারদের মধ্যে আছেন কেবল শুভাগত হোম। দলের বেশিরভাগ ক্রিকেটারই নবীন।
এছাড়া বাংলাদেশের বর্তমান স্কোয়াডের মধ্যে আছেন কেবল সাইফউদ্দিন। বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র লিগে মোটামুটি নাম করেছেন। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সাদমান ইসলাম, আলী আহমেদ মানিকের মতো তরুণ যারা আছেন, তারা মাঝেমাঝে ঝলক দেখালেও পরিচিত কিংবা ধারাবাহিক পারফর্মার বলতে যা বোঝায় সেখানে পৌছাতে পারেননি।
দলের বাকি নামগুলো অচেনা - রায়হান উদ্দিন, তৌহিদ তারেক খান, ফারদিন হাসান অনি, সুজন হাওলাদার। এমন দল নিয়ে ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ পথ পাড়ি দিতে হবে মাশরাফিকে।
প্রিমিয়ার লিগের দুই মৌসুম আগেও এমন অভিজ্ঞতা হয়েছিল মাশরাফির। সেবার প্লেয়ার্স ড্রাফটে ছক্কা হাঁকিয়ে মাশরাফিকে নেয় কলাবাগান ক্রীড়া চক্র। কিন্তু বাকি ক্রিকেটারদের মধ্যে ছিল না কোনো ম্যাচ উইনার বা ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞদের কেউ।
সেবার মাশরাফি ব্যাটে-বলে দারুণ লড়লেও নবীন ক্রিকেটারদের নিয়ে সেরা ছয়ের সুপার লিগে উঠতে পারেনি তার দল। এক মৌসুম পর আবার দলবদলে ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতি ফিরতেই ছোট দলের বড় তারকা বনে যেতে হল অধিনায়ককে।