বিশ্বকাপে ভরাডুবির পর টাইগার কোচ স্টিভ রোডসকে বিদায় জানানো হবে -এটা প্রায় অনুমিতই ছিল। বিশ্বকাপ শেষে এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে সেটিই ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রোডসকে সরে দাঁড়াতে হলো।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে বলেছেন, ‘বিষয়টি এমন নয় যে আমরা তাকে বরখাস্ত করেছি। আমরা দুই পক্ষ মিলে একটি সমঝোতায় এসেছি। যদিও তার চুক্তির মেয়াদ ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ছিল।’
উভয় পক্ষ সমঝোতা মাধ্যমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা সফরে রোডস থাকছেন না। আমরা এখন থেকেই এর বাস্তবায়ন করছি।
সেমিফাইনালে খেলার আশা প্রকাশ করে বিশ্বকাপ খেলতে গেলেও ৮ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাশরাফিদের এরূপ পারফর্মেন্সের পর দলের প্রধান কোচ স্টিভ রোডসের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। এবার এটি অবসান হলো।