ভারতের কাছে হারের পর কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ফলে বাকি এক ম্যাচে সেমির হিসেব-নিকেষে নেই বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের গুরুত্ব কোন অংশে কম নয়। এ ম্যাচের আগে বাংলাদেশ পেল দুঃসংবাদ।
পাকিস্তনের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন টাইগার দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বৃহস্পতিবার (৪ জুলাই) নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কনুইয়ে আঘাত পেয়েছেন মুশফিক।
ব্যাট করার সময় কনুইয়ে বল লাগার পর প্রাথমিকভাবে শুশ্রূষা দেওয়া হয়। পরে তাকে ড্রেসিংরুমে নিয়ে সেখানেও শুশ্রূষা দেওয়া হয়েছে। তবে মুশফিকের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। এমনকি শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না তাও জানা যায়নি।
এছাড়া দলের পক্ষ থেকেও মুশফিকের বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানানো হয়নি।
বিশ্বকাপে এর আগেও অনুশীলনে চোট পেয়েছিলেন মুশফিকুর রহীম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডান হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুশফিক।