জয় পেলেই সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত -এমন সমীকরণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছে ভারত। বিশ্বকাপের ৩৪তম ম্যাচে বৃহস্পতবার (২৭ জুন) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
টুর্নামেন্টে এ যাবত পাঁচ ম্যাচের চারটিতে জয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ভারত। পক্ষান্তরে মাত্র এক জয় এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখবে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই ক্যাবিয়িদের সামনে। অন্যদিকে এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের খেলার পর অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারতের।
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, ঋষভ পন্থ. এমএস ধোনি, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, বিজয় শংকর।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, সুনিল আম্ব্রিস, শাই হোপ, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান এ্যালেন, কেমার রোচ, জসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ওশানে টমাস, শেলডন কট্রেল।