আইসিসির বর্ষসেরা কোহলি, একাদশে নেই বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৮
আইসিসির বর্ষসেরা কোহলি, একাদশে নেই বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। খেলাটির তিন ফর্মেটেই দারুণ সব ইনিংস উপহার দেয়ার স্বীকৃতি হিসেবে বিশ্ব ক্রিকেট নির্বাহী সংস্থার এ খেতাব অর্জন করেন ভারতীয় অধিনায়ক। তবে আইসিসির এ বর্ষসেরা একাদশে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার!

আইসিসির বার্ষিক পুরস্কার হিসেবে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। চতুর্থ ভারতীয় খেলোয়াড় হিসেবে সম্মানজনক এ গ্যারি সোবার্স ট্রফি পুরস্কার পেলেন কোহলি। এর আগে ভারতীয় খেলোয়াড় হিসেবে শচিন টেন্ডুলকার (২০১০), রাহুল দ্রাবিড় (২০০৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এ পুরস্কার লাভ করেন।

এদিকে বর্ষসেরা নির্বাচিত হওয়ায় এক বিবৃতিতে কোহলি বলেছেন, ‘প্রথমবার গ্যারি সোবার্স ট্রফি জিতলাম এবং এটা আমার জন্য এক বড় সম্মান। এটা সম্ভবত বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ পুরস্কার এবং পর পর দুই ভারতীয় খেলোয়াড়ের এ পুরস্কার পাওয়াটা আরও বেশি বিশেষ কিছু।’

২০১২ সালের পর দ্বিতীয়বার বিশ্ব সেরা ওয়ানডে ব্যাটসম্যানের স্বীকৃতিও লাভ করেন কোহলি। ভোটের জন্য নির্ধারিত ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত টেস্টে আটটি সেঞ্চুরিসহ ৭৭.৮০ গড়ে মোট ২২০৩ রান করেছেন কোহলি। একই সমেয় সাতটি সেঞ্চুরিসহ ওয়ানডে ক্রিকেটে তার মোট রান ১৮১৮।

কেবলমাত্র বর্ষ সেরা ক্রিকেটার কিংবা বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নয় আইসিসির টেস্ট ও ওয়ানডে অধিনায়কও নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। নিজ মাঠে সব সিরিজ জিতে কোহলির নেতৃত্বেই ২০১৭ সালে ভারত বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে। ভারতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানি পেসার হাসান আলী। অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন আফগানিস্তানের রশিদ খান। সতীর্থ মোহাম্মদ নবীর সঙ্গে গত বছর আকর্ষনীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হওয়া পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চেনান ১৯ বছর বয়সী রশিদ।

বর্ষসেরা টেস্ট দল
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

বর্ষসেরা ওয়ানডে দল
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগার যুবাদের থামালো ইংল্যান্ড

টাইগার যুবাদের থামালো ইংল্যান্ড

শততম ম্যাচে বাংলাদেশ না খেলার কারণ জানালেন পাপন

শততম ম্যাচে বাংলাদেশ না খেলার কারণ জানালেন পাপন

বাংলাদেশের পেস বোলাররাই সেরা : রুবেল

বাংলাদেশের পেস বোলাররাই সেরা : রুবেল

জিম্বাবুয়ের কাছে হারলো হাথুরুর শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের কাছে হারলো হাথুরুর শ্রীলঙ্কা