বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে খেলার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে গেছে টাইগারদের জন্য। ম্যাচ হারলেও লড়াকু মনোভাবের জন্য বিশ্ব মিডিয়ায় আবারও প্রসংশিত হয়েছে বাংলাদেশ। অনেক সাবেক ক্রিকেটার বাংলাদেশের রান তাড়া করার চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
অনেকের মতে, বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাকি তিন ম্যাচ জিতলেও কাগজ-কলমের হিসেবে এখনো সেই সম্ভবনা টিকে রয়েছে।
আর তাই অনেকের মতো এখনও স্বপ্ন দেখেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে এখনও বাংলাদেশের শেষ চারের আশা টিকে আছে।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমি এখনও মনে করি আমাদের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি। অনেক কিছুই হতে পারে। আমাদের তিন ম্যাচ এখনো বাকি আছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তবে কাজটি আমাদের জন্য কঠিন হবে। তিনটি ম্যাচ জেতার পরই দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।’
মাশরাফির মতো ওপেনার তামিম ইকবালও মনে করেন সেমিফাইনালের আশা বাংলাদেশের এখনো শেষ হয়ে যায়নি।
তামিম বলেন, ‘এখনও সুযোগ আছে আমাদের। দলের সবার একটাই লক্ষ্য যে তিন ম্যাচ জিতলে যে সুযোগ আসবে সেটা কাজে লাগানো। যখন সেমিফাইনালের শেষ হয়ে যাবে তখন পঞ্চম স্থানের কথা ভাববো।’
আগামী সোমবার (২৪ জুন) পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।