ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে বাংলাদেশ ফাইনাল খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
বুধবার (১৯ জুন) দুপুরে সাভারের শেখ হাসিনা যুব কেন্দ্রে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ দল অনেক উজ্জীবিত। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকেও বাংলাদেশ হারাবে। বাংলাদেশে ক্রিকেট দল বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলবে। এ জন্য আমরা খেলোয়াড়দের উজ্জীবিত করেছি।
তিনি বলেন, বিএনপি নেতাদের কোনো কথাই ঠিক নেই। তারা একেক সময় একেক কথা বলেন। যে সংসদকে তারা অবৈধ বলেছেন সেই সংসদে আবার তারা শপথ নিয়েছেন। এতেই বুঝা যায় বর্তমান সংসদ বৈধ।
প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, কে কী বললো সেটা দিয়ে সরকার এবং দেশ ও চলতে পারে না। তাই আমরা মনে করি তাদের আগে ঠিক হওয়া দরকার। আসলে বিএনপি কি চায় সেটা তাদের আগে ঠিক করা দরকার।
সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।