সুমনকে স্পর্শ করলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ পিএম, ১৭ জুন ২০১৯
সুমনকে স্পর্শ করলেন মাশরাফি

ফাইল ফটো

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের রেকর্ড স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা।

দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেতৃত্ব দিতে নেমে হাবিবুল বাশার সুমনকে স্পর্শ করেন মাশরাফি।

বিশ্বকাপ মঞ্চে মাশরাফি এখন পর্যন্ত ৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দেন মাশরাফি। গতবার ৫টি আর এবার ৪টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে ৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সুমন।

বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের পরিসংখ্যান
হাবিবুল বাশার সুমন : ম্যাচ ৯, জয় ৩, হার ৬ (২০০৭-২০০৭)
মাশরাফি বিন মর্তুজা : ম্যাচ ৯*, জয় ৪, হার ৪ (২০১৫-২০১৯)
সাকিব আল হাসান : ম্যাচ ৭, জয় ৩, হার ৪ (২০১১-২০১৫)
খালেদ মাসুদ : ম্যাচ ৬, জয় ০, হার ৫ (২০০৩-২০০৩)
আমিনুল ইসলাম : ম্যাচ ৫, জয় ২, হার ৩ ( (১৯৯৯-১৯৯৯)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের টনটনে বাংলাদেশের অভিষেক

ইংল্যান্ডের টনটনে বাংলাদেশের অভিষেক

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি