দ্বাদশ বিশ্বকাপের ২৩তম ম্যাচ জয়ের জন্য ৩২২ রানের টাগেট পেয়েছে বাংলাদেশ। টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া এ টার্গেট স্পর্শ করতে পারলে নিজেদের আগের রেকর্ডেই ভাগ বসাবে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে রান তাড়া করে ৩২২ রান করে ম্যাচ জিতেছিল টাইগাররা।
২০১৫ সালের বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেটে ৩২২ রান করে ৬ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ ৩২২ রান স্পর্শ করতে পারলে রান তাড়া করে নিজেদের আগের রেকর্ড স্পর্শ করবে টাইগাররা।
একই সঙ্গে ৩২২ রানের চেয়ে বেশি করতে পারলে নিজেদের ক্রিকেট ইতিহাসে তাড়া করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ। এর আগের চার ম্যাচে এক জয়, দুই হার ও এক পরিত্যক্তে ৩ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। চার ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথ অনেকটা কঠিন হয়েছে টাইগারদের। সেমফাইনালে যেতে হলে পরের ম্যাচগুলোতে জয় পেতে হবে।