বাংলাদেশের অপরিচিত ভেন্যু টনটনের আদ্যপান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৭ জুন ২০১৯
বাংলাদেশের অপরিচিত ভেন্যু টনটনের আদ্যপান্ত

ছবি : গেটি ইমেজ

টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ভেন্যুতে আগে কখনো খেলেনি টাইগাররা। প্রথমবারের মত খেলছে মাশরাফির দল।

ইংল্যান্ডের টনটনের এ ভেন্যুটি বাংলাদেশের কাছে পুরোপুরিভাবে অপরিচিত। টনটনের এ ভেন্যুতে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এবার টনটনের এ ভেন্যুর কিছু রেকর্ড জেরে নেওয়া যাক-

ওয়ানডে ম্যাচ
সর্বোচ্চ দলীয় রান : ভারত ৩৭৩/৬, ৫০ ওভার, বিপক্ষ- শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।
সর্বনিম্ন দলীয় রান : আফগানিস্তান ১৭২/১০, ৪১.১ ওভার, বিপক্ষ- নিউজিল্যান্ড, সাল- ২০১৯।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১৮৩ রান, প্রতিপক্ষ-শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।
সবচেয়ে বেশি রান : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১ ম্যাচে ১৮৩ রান।

সবচেয়ে বেশি উইকেট : মোহাম্মদ আমির (পাকিস্তান) ১ ম্যাচ ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।
সেরা বোলিং ফিগার : মোহাম্মদ আমির (পাকিস্তান), ১০ ওভার ৩০ রান ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।

সেরা জুটি : ৩১৮ রান, দ্বিতীয় উইকেট, সৌরভ গাঙ্গুলী-রাহুল দ্রাবিড় (ভারত), প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।

টি-২০ ম্যাচ
সর্বোচ্চ দলীয় রান : দক্ষিণ আফ্রিকা ১৭৪/৮, ২০ ওভার, বিপক্ষ- ইল্যান্ড, সাল- ২০১৭।
সর্বনিম্ন দলীয় রান : ইংল্যান্ড ১৭১/৬, ২০ ওভার, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সবচেয়ে বেশি রান : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।

সবচেয়ে বেশি উইকেট : টম কারান (ইংল্যান্ড) ১ ম্যাচ ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সেরা বোলিং ফিগার : টম কারান (ইংল্যান্ড) ৪ ওভার ৩৩ রান ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।

সেরা জুটি : ১১০ রান, দ্বিতীয় উইকেট, জেসন রয়-জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।



শেয়ার করুন :


আরও পড়ুন

ধারাভাষ্যকারদের নিরপেক্ষ থাকতে বলছে আইসিসি

ধারাভাষ্যকারদের নিরপেক্ষ থাকতে বলছে আইসিসি

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা