টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ভেন্যুতে আগে কখনো খেলেনি টাইগাররা। প্রথমবারের মত খেলছে মাশরাফির দল।
ইংল্যান্ডের টনটনের এ ভেন্যুটি বাংলাদেশের কাছে পুরোপুরিভাবে অপরিচিত। টনটনের এ ভেন্যুতে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এবার টনটনের এ ভেন্যুর কিছু রেকর্ড জেরে নেওয়া যাক-
ওয়ানডে ম্যাচ
সর্বোচ্চ দলীয় রান : ভারত ৩৭৩/৬, ৫০ ওভার, বিপক্ষ- শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।
সর্বনিম্ন দলীয় রান : আফগানিস্তান ১৭২/১০, ৪১.১ ওভার, বিপক্ষ- নিউজিল্যান্ড, সাল- ২০১৯।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১৮৩ রান, প্রতিপক্ষ-শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।
সবচেয়ে বেশি রান : সৌরভ গাঙ্গুলী (ভারত) ১ ম্যাচে ১৮৩ রান।
সবচেয়ে বেশি উইকেট : মোহাম্মদ আমির (পাকিস্তান) ১ ম্যাচ ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।
সেরা বোলিং ফিগার : মোহাম্মদ আমির (পাকিস্তান), ১০ ওভার ৩০ রান ৫ উইকেট, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, সাল- ২০১৯।
সেরা জুটি : ৩১৮ রান, দ্বিতীয় উইকেট, সৌরভ গাঙ্গুলী-রাহুল দ্রাবিড় (ভারত), প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, সাল- ১৯৯৯।
টি-২০ ম্যাচ
সর্বোচ্চ দলীয় রান : দক্ষিণ আফ্রিকা ১৭৪/৮, ২০ ওভার, বিপক্ষ- ইল্যান্ড, সাল- ২০১৭।
সর্বনিম্ন দলীয় রান : ইংল্যান্ড ১৭১/৬, ২০ ওভার, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সবচেয়ে বেশি রান : জেসন রয় (ইংল্যান্ড) ৬৭ রান, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সবচেয়ে বেশি উইকেট : টম কারান (ইংল্যান্ড) ১ ম্যাচ ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সেরা বোলিং ফিগার : টম কারান (ইংল্যান্ড) ৪ ওভার ৩৩ রান ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।
সেরা জুটি : ১১০ রান, দ্বিতীয় উইকেট, জেসন রয়-জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, সাল- ২০১৭।