মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৬ জুন ২০১৯
মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

ফাইল ফটো, ছবি : বিসিবি

মুশফিকের ডান হাতের কবজিতে ব্যথা পাওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সুসংবাদ মিলেছিল গতকাল শনিবার। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার জন্য রোবাবর (১৬ জুন) পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল। অপেক্ষার পর আরও সুসংবাদ এলো। তা হলো- মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি।

জানানো হয়, এক্স-রে রিপোর্টে মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি, তবে ‘সফট টিস্যু ইনজুরি’ রয়েছে। এ ধরনের চোটে ব্যথা বা ফোলা থাকে।

এদিকে মুশফিক সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়। আজ (রোববার, ১৬ জুন) বিকেলে অনুশীলনে বাকিটা বোঝা যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে টনটনে স্থানীয় সময় বিকেল ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই ৭৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রান করেন তিনি। এদিকে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে দলের জন্য মুশফিক অনেক বড় ফ্যাক্টর।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা

ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা