হাইভোল্টেজ ম্যাচে ভারতকে টসে হারালো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৬ জুন ২০১৯
হাইভোল্টেজ ম্যাচে ভারতকে টসে হারালো পাকিস্তান

বিশ্বকাপের শেষ চারের আগে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানের কাছে টস হেরেছে ভারত। রোববার বিশ্বকাপের ২২তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ প্রায় শেষ হয়ে যাওয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে একাদশে ডাক পেয়েছেন বিজয় শঙ্কর। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে লোকেশ রাহুল ওপেন করতে নামবেন রোহিত শর্মার সঙ্গে।

অন্যদিকে ভারতের বিপক্ষে পাকিস্তান দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। লেগ স্পিনার শাদাব খানের সঙ্গে দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। আর বাদ দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদি এবং আসিফ আলিকে।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচে এক পরিত্যক্ত ও ২ জয়ে ৫ পয়েন্ট অর্জন করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান নিজেদের ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও এক পরিত্যক্তে ৩ পয়েন্ট অর্জন করেছে।

ভারতীয় একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল এবং জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম-উল হক, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি এবং মোহাম্মদ আমির।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

ভারত-পাকিস্তান ম্যাচে আসতে পারে বৃষ্টির হানা

ভারত-পাকিস্তান ম্যাচে আসতে পারে বৃষ্টির হানা

ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা

ফ্র্যাকচার ধরা পড়েনি মুশফিকের হাতে, তবুও অপেক্ষা