পাঁচ দিন বিশ্রামের পর দলের অনুশীলনে ফিরলেন টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে শনিবার (১৪ জুন) বাংলাদেশের অনুশীলনে ফিরেন সাকিব।
টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ফুটবল খেলা দিয়ে অনুশীলন শুরু হয়। সাকিবও দলের সকল খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেন।
ফুটবল দিয়ে গা গরমের পর ফিল্ডিংয়ে অনুশীলন শুরু করে বাংলাদেশ। প্রায় ৩০ মিনিট ধরে চলে ফিল্ডিং অনুশীলন। ফিল্ডিং শেষে নেমে ব্যাটিং-বোলিং অনুশীলনে নামে বাংলাদেশের খেলোয়াড়রা।
কার্ডিফে গত ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং চলাকালীন উরুতে চোট পান সাকিব। পরে স্ক্যান করে সাকিবের গ্রেড-ওয়ান ইনজুরি ধরা পড়ে। তবে তার ইনজুরিতে গুরুতর ছিল না। তারপরও ১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামতেন না তিনি। কারণ ঐ ম্যাচে খেলতে নামলে ইনজুরির আকার আরও বড় হতে পারতো।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে সাকিবকে ছাড়া মাঠে নামার স্বাদ নিতে হয়নি বাংলাদেশকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সাকিব খেলবেন শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগির পর জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।
তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগে কয়েকটা দিন বিরতি আছে বাংলাদেশের। বিশ্রাম নেওয়ার সুযোগ আছে সাকিবের। আমার মনে হয়, এ সময়ের মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবেন এবং টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে।
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। ৩ ম্যাচের ৩ ইনিংসে ব্যাট করে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৮৬ দশমিক ৬৬ গড়ে এবারের বিশ্বকাপে ২৬০ রান করেছেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রান ও ১ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ ও ২ উইকেট এবং ইংল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও ১২১ রান করেন সাকিব। টনটনে ব্যাট-বল হাতে অনুশীলনে ফেরায় সাকিবকে নিয়ে আপাতত সকল প্রকার দুশ্চিন্তার অবসান হয়েছে।