তাহিরের স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে বিধ্বস্ত আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৫ জুন ২০১৯
তাহিরের স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে বিধ্বস্ত আফগানিস্তান

ছবি : গেটি ইমেজ

লেগ স্পিনার ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৫ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। বিশ্বকাপ দ্বাদশ আসরের ২১তম ও দিনের দ্বিতীয় ম্যাচে এমন বিপর্যয়ে পড়েন আফগানরা। ২৯ রানে চার উইকেট শিকার করেন তাহির।

শনিবার (১৫ জুন) কার্ডিফে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন থাকা দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত আফগানিস্তানও জয়ের দেখা পায়নি।

ব্যাট হাতে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই এবং নুর আলী জাদরা দেখে-শুনে দলকে ভালো একটা শুরু এনে দেন। ৮.২ ওভারে দলীয় ৩৯ রানে ও ব্যক্তিগত ২২ রানে জাজাই আউট হলে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ২৩ বল মোকাবেলায় তিনটি বাউন্ডারিতে ২২ রান করে তিনি রাবাদার শিকার হন।

এরপর জাদরানের সঙ্গে রহমত শাহ জুটি বাঁধলেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ক্রিস মরিস। ২২ বলে ৬ রান করা শাহ এলবিডব্লুর ফাঁদে পড়লে দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এরপরই আফগান শিবিরে আঘাত হানেন তাহির।

এক প্রান্ত আগলে রাখা জাদরান ব্যক্তিগত ৩২ রানে তাহিরের বোল্ড আউটের শিকার হলে ৬৯ রানে চার উইকেট হারায় আফগানিস্তান। ৫৮ বলে চার বাউন্ডিারিতে নিজের ইনিংসটি সাজন জাদরান। মূলত এরপর শেষ দিকে ‘ব্যাটসম্যান’ রশিদ খানের ৩৫ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।

৭৭ রানে ৭ উইকেট পড়ে গেলে আফগানিস্তানের একশ’ রান করাই কঠিন মনে হচ্ছিল। তবে ২৫ বল মোকাবেলায় ছয়টি বাউন্ডারি হাকিয়ে রশিদ তাহিরের চতুর্থ শিকারে পরিণত হলে দলীয় ১২৫ রানে নবম উইকেট হারায় উপমহাদেশের দলটি।

শেষ ব্যাটসম্যান হিসেবে হামিদ হাসন শূন্য রানে আউট হলে ৩৪.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানরা। ক্রিস মরিস ৬.১ ওভারে ১৩ রানে তিন এবং আন্দিলে ফেলুকুয়াও ৮ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত