অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৫ জুন ২০১৯
অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহীম

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচকে সামনে রেখে দুঃসবাদ পেল বাংলাদেশ। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম অনুশীলনে ডান হাতের কবজিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন।

বিশ্বকাপে একের পর এক ইনজুরি শঙ্কায় পড়ছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করি ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার ক্ষেত্রে শঙ্কা দূর হয়েছে।

এবার নতুন করে ইনজুরি শঙ্কায় পড়লেন মুশফিকুর রহীম। আজ (১৫ জুন, শনিবার) টনটনে স্থানীয় সময় সকালে অনুশীলন করতে গিয়ে হঠাৎই ডান হাতের কবজিতে আঘাত পান তিনি। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, আঘাত গুরুতর কিছু নয়।

টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। শুরুতেই মাঠে ফুটবল নিয়ে কসরত করে পুরো দল। ফুটবল খেলায় মুশফিকুর রহীমও ছিলেন। ফুটবল নিয়ে কসরত শেষে ক্রিকেটাররা নেটে ব্যাটিং অনুশীলনে শুরু করেন। সেখানেই হঠাৎ একটি বল মুশফিকের ডান হাতের কবজির নিচে লাগে।

সঙ্গে সঙ্গে মুশফিককে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে চলে তার হাতের শুশ্রুষা। বরফ দেওয়া হয়। তবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মুশফিকুরের ইনজুরি গুরুতর নয়, শঙ্কারও কিছু নেই।

এদিকে আঘাত পাওয়ার পর ড্রেসিংরুমে হেঁটে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকইনফো। ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আঘাত পাওয়া ডান হাত বারবার দেখছে আর হেঁটে যাচ্ছেন মুশফিকুর রহীম। মাঝে একবার হাত ঝাঁকিও দেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

‘একাদশে অন্তত একটি পরিবর্তন আসবে’

‘একাদশে অন্তত একটি পরিবর্তন আসবে’

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

নিজের প্রতি অতি প্রত্যাশাকেই দায়ী করছেন তামিম

নিজের প্রতি অতি প্রত্যাশাকেই দায়ী করছেন তামিম