ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে তিন পরিবর্তন, ফিরলেন রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৪ জুন ২০১৯
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে তিন পরিবর্তন, ফিরলেন রাসেল

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের ১৯তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। ফলে প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে। তিন ম্যাচের একটি পরিত্যক্ত, একটি জয় আর এক হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে ইংল্যান্ড রয়েছে পয়েন্ট তালিকায় চার নম্বরে। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪।

স্বাগতিক ইংল্যান্ড তিন ম্যাচ খেলে হেরেছে পাকিস্তানের সঙ্গে আর জিতেছে দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের বিপক্ষে। আজ যে দলই জিতবে তারাই এক ধাপ এগিয়ে যাবে সেমিফাইনালের পথে।

স্বাগতিকদের বিপক্ষে একাদশে মোট তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। এছাড়া এভিন লুইস আর শেনন গ্যাব্রিয়েল আছেন সেরা এগারোতে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, শেনন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও ওশানে থমাস।

ইংল্যান্ড একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), জেসন রায়, জনি বেয়ারেস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেট-রক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফরা আর্চার ও মার্ক উড।



শেয়ার করুন :