বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচও পরিত্যক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৩ জুন ২০১৯
বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচও পরিত্যক্ত

ছবি : গেটি ইমেজ

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ৩ ম্যাচ পরিত্যক্তে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে ইংল্যান্ডের চলমান আইসিসি দ্বাদশ বিশ্বকাপ। এবার চতুর্থবারের মতো পরিত্যক্ত হলো ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ। বিশ্বকাপের ১৮তম এ ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি।

বিশ্বকাপের দ্বাদশ আসরে চতুর্থবারের মতো পরিত্যক্ত হওয়া ম্যাচে দুই দলকে সমানভাবে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। সর্বশেষ ম্যাচ পর্যন্ত দু’দলই অপারেজেয় থাকলো।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত আর খেলা শুরু করা যায়নি।মুসুলধারে একটানা বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়।

এদিকে পরিত্যক্ত ম্যাচে সমান ১ পয়েন্ট করে পেয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো নিউজিল্যান্ড। অন্যদিকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কোহলির ভারত।

আগামী রোববার ম্যানচেস্টারে পাকিস্তানের মুখোমুখি হবে বিরাট কোহলি ও তার দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টি, পয়েন্ট ও রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের নিয়ম

বৃষ্টি, পয়েন্ট ও রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের নিয়ম

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির হানা

ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির হানা