ছুরির নিচে যেতে হচ্ছে খালেদকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৩ জুন ২০১৯
ছুরির নিচে যেতে হচ্ছে খালেদকে

ফাইল ছবি

ছুরির নিচে যেতে হচ্ছে তরুণ পেসার খালেদ আহমেদকে। বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) এলিট ক্যাম্পে অনুশীলনে পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় বাঁ-হাঁটুর ইনজুরিতে পড়েন খালেদ।

ইতোমধ্যে বাংলাদেশের হয়ে দুটি টেস্ট ম্যাচে অংশ নেওয়া খালেদকে দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। জাতীয় দলের বিশ্বকাপ ব্যস্ততায় বিসিবির উদ্যোগে আরও কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণের জন্য খালেদকেও নির্বাচন করা হয়েছিল।

বিসিবি কর্মকর্তারা জানান, এমআরআই রিপোর্টে খালেদের বাঁ পায়ের হাঁটুর মেনিসকাসের ইনজুরির বিষয়টি ধরা পড়েছে। যে কারণে তাকে অস্ত্রোপাচার করাতে হবে। সুস্থতা ফিরে পেতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘এমআরআই রিপোর্টে খালেদের বাঁ হাঁটুর মেনিসকাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারা পড়েছে। যে কারণে তার অস্ত্রোপাচারের সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই। অস্ত্রোপাচার সম্পন্ন হবার পর কমপক্ষে তিন থেকে চার মাস তাকে মাঠের বাইরে কাটাতে হবে।’

এটি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। কারণ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আসন্ন চারদিনের ম্যাচের জন্য তাকেই বাংলাদেশ দলের অগ্রভাগে রাখা হয়েছিল। আগামী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ ও আফগান দলের মধ্যকার সিরিজ। যেখানে দুটি চার দিনের ম্যাচের পাশাপাশি ৫টি ৫০ ওভারের ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন খালেদ। তরুণ এ পেসার হতাশার সুরে বলেন, ‘আমি ঘরে বসেই বাংলাদেশ দলের বিশ্বকাপের খেলাগুলো দেখছিলাম। আকষ্মিকভাবেই পেশিতে খিল ধরে যায়। এমন অবস্থায় পেশিকে সচল করার জন্য আমি দ্রুত পা নাড়ানোর চেষ্টা করি। কিন্তু অপ্রত্যাশিতভাবে হতাশ হতে হয়েছে।’

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে অভিষিক্ত হন খালেদ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে দেশের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘এটি একটি বড় বিপর্যয়। কারণ আগামী দিনের টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করার অংশ হিসেবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখতে চেয়েছিলাম।’

আগামী নভেম্বরে সিরিজ খেলতে ভারত সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে দুটি টেস্ট ম্যাচ ছাড়াও তিনটি টি-২০ ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।-বাসস



শেয়ার করুন :


আরও পড়ুন

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ মাশরাফি

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ মাশরাফি

সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’