বৃষ্টি, পয়েন্ট ও রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ জুন ২০১৯
বৃষ্টি, পয়েন্ট ও রিজার্ভ ডে নিয়ে বিশ্বকাপের নিয়ম

ছবি : গেটি ইমেজ

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ততে ইতোমধ্যে ইংল্যান্ডের চলমান বিশ্বকাপ বিশ্বরেকর্ড গড়েছে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আগের ১১টি বিশ্বকাপে এতো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়নি। ১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে ২টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

এবারের বিশ্বকাপে বৃষ্টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়া পর এ আলোচনা আরও বেড়েছে। কারণ এ ম্যাচ পরিত্যক্তের ফলে বিশ্বরেকর্ড গড়েছে স্বাগতিক ইংল্যান্ড।

লন্ডন্ডে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ শেষ হয়েছে। আসরে খেনো ৩২টি ম্যাচ বাকি রয়েছে। বর্তমানে ইংল্যান্ডে যে আবহাওয়া তাতে আরও অনেক ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে!

বিশ্বকাপ শুরুর আগ থেকেই বৃষ্টির আধিপত্য ছিল। বৃষ্টির কারণেই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতিমূলক ম্যাচ পরিত্যক্ত হওয়াতে কোন ক্ষতি হয়নি দলগুলোর। তবে মূল পর্বের ম্যাচগুলোতে পরিত্যক্ত হওয়াতে সমস্যার সংকেত পাচ্ছে দলগুলো।

বৃষ্টির কারণে খেলা না হওয়ায় পয়েন্ট সমান হলে, ম্যাচ টাই হলে বা রিজার্ভ ডে নিয়ে এবারে বিশ্বকাপে আইসিসি কী কী নিয়ম রেখেছে সেদিকে আরও একবার লক্ষ্য করা যাক।

১. লিগ পর্বের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে অংশ নেওয়া দু’দল পয়েন্ট ভাগাভাগি করছে। একটি করে পয়েন্ট পাচ্ছে দু’দল। কারণ লিগ পর্বের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি।
২. বিশ্বকাপের লিগ পর্বে কোন ম্যাচ টাই হলেও অংশ নেওয়া দু’দল পয়েন্ট ভাগাভাগি করবে। এখানে কোন সুপার ওভার নেই।
৩. লিগ পর্বে না থাকলেও সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচে সুপার ওভার থাকছে। ম্যাচ টাই হলেই সুপার ওভারে গড়াবে ম্যাচ।
৪. লিগ পর্ব শেষে পয়েন্ট সমান হলে সেমিফাইনালে উঠতে ওই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন দল সেটি দেখা হবে। জয়ও সমান হলে নেট রান রেটের এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবার টিকিট পাবে। নেট রান রেটও সমান হলে লিগ পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই পরবর্তী রাউন্ডে উর্ত্তীণ হবে। আবার সেখানেও সমান হলে টুর্নামেন্ট শুরুর আগে আইসিসির ঘোষিত দলগুলোর বাছাই অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।
(টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সিডিং ছিল এমন- ১. দক্ষিণ আফ্রিকা, ২. ভারত, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইংল্যান্ড, ৫. নিউজিল্যান্ড, ৬. পাকিস্তান, ৭. বাংলাদেশ, ৮. শ্রীলঙ্কা, ৯. আফগানিস্তান, ১০. ওয়েস্ট ইন্ডিজ)।
৫. বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে কোন রিজার্ভ ডে নেই। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে।
৬. রিজার্ভ ডে’তেও সেমিফাইনালের খেলা বৃষ্টিতে ভেসে গেলে লিগ পর্বে পয়েন্টে এগিয়ে থাকা দল টিকিট পাবে ফাইনালের।
৭. ফাইনাল খেলা বৃষ্টিতে ভেসে গেলে খেলা হবে রিজার্ভ ডে’তে। রিজার্ভ ডে’তেও খেলা না হলে শেষ পর্যন্ত দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করে নেবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা