ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে শেষের দিকে মোহাম্মদ আমিরের নিজের রূপে ফেরায় অলআউট হয়ে যায় অসিরা। অলআউট হলেও ৪৯ ওভারে ৩০৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ১৭তম ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। ভারতের সাথে হারের লজ্জা ভুলে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী অস্ট্রেলিয়া। অপরদিকে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে টাউনটনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ দুর্দান্ত শুরু করেন। তবে ২৩তম ওভারের প্রথম বলে আমির ভাঙেন এ জুটি। ৮২ রান করে সাজঘরে ফিরে যান ফিঞ্চ।
পরে ব্যাট হাতে স্মিথ অতটা সুবিধে করতে পারেনি। মোহাম্মদ হাফিজের বলে ১০ রানেই ক্যাচ তুলে দেন তিনি। এরপর ৩৪তম ওভারে শাহিন আফ্রিদির দুর্দান্ত পেসে বোল্ড হয়ে ২০ রানে সাজিঘরে ফেরেন ম্যাক্সওয়েল।
মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ওপেনিংয়ে থিতু হয়ে ব্যাটিং করে বিশ্বকাপের এবারের আসরের নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার।
১০২ বলে শতক পূর্ণ করেন তিনি। ওয়ার্নার তান্ডব থামে শাহীন আফ্রিদির বলে। এর পর আর কেউ তেমন রান করতেদ পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। শেষ সময়ে অ্যালেক্স ক্যারির ২০ রানে ভর করে ৩০৭ রানে থামে অস্ট্রেলিয়া। শেষ দিকের চার ব্যাটম্যানের কেউ দুই অঙ্কের ঘরে রান যোগ করতে পারেননি।
পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করেছেন আমির। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।