ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে মঙ্গলবার (১১ জুন) এ ম্যাচে চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি। রয়েছে পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা! কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে পূর্ণ ২ পয়েন্ট চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে বৃষ্টির পূর্বাভাস শুনে চিন্তায় রয়েছেন টাইগার অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগের দিন সোমবার সাংবাদিকদের টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘হ্যাঁ, আমরা পুরো ম্যাচ খেলতে চাই। আশা করছি পুরো ম্যাচ খেলতে পারব। ম্যাচটা না হলে আমাদের সমীকরণ কঠিন হবে। আগের দু’টির একটা জিততে পারলে কঠিন হত না। তাই চাচ্ছি, ম্যাচটা পুরো যেন হয়।’
মঙ্গলবারের ম্যাচে কাউকেই এগিয়ে রাখছেন না মাশরাফি। মাঠে যারা ভালো খেলবে তাদেরই জয় হবে বলে মনে করেন ম্যাশ। বলেন, ‘আমি মনে করি যে এশিয়ার দু’টি দল খেলছি, বাংলাদেশ-শ্রীলঙ্কা। দু’টি দলই ভাবছে এখান থেকে দুই পয়েন্ট পাওয়া যাবে। এটা সত্যি কথা -সমান অবস্থায় আছে দু’টি দলই। এখন যে মাঠে বেশি ভালো খেলবে, তার সুযোগটাই বেশি হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে না পারার হতাশাটা এখনও আছে মাশরাফির। ঐ ম্যাচের স্মৃতিচারণ করে মাশরাফি বলেন, ‘আগের দুই ম্যাচ হেরে আমরা হতাশ। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া। তবে শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। এখনো আশা আছে। ছেলেরা জিততে মুখিয়ে আছে। তাই আমরা পূর্ণ ম্যাচ চাই।’
বৃষ্টির কারণে সোমবার (১০ জুন) ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, ছবি : গেটি ইমেজ
নিউজিল্যান্ডের কাছে হেরে এখন সমীকরণ কঠিন হয়েছে বাংলাদেশের বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘প্রত্যকটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই আমরা এই ম্যাচটি পরিকল্পনায় রেখেছি। প্রথম তিনটা ম্যাচ -আসলে সত্যি কথা এই কন্ডিশনে এমন তিনটা দলের সাথে খেলেছি, যারা এই কন্ডিশনের সাথে শুরু থেকেই সেট। কিন্তু আমাদের সেট হতে কিছুটা সময় লাগবে। তারপরও প্রথম জয়ের পর মনে হয়েছে যে আমরা যদি আরেকটা ম্যাচে জিততে পারি, তবে আমাদের জন্য সমীকরণটা সহজ হবে। দুভার্গ্যক্রমে আমরা পারিনি। কেউ-কেউ আমাদের সেরা জায়গায়টায় সেরাটা দিতে পারিনি।’
মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। বিশ্বকাপে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ। এর আগে তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে মাশরাফিরা।