অনুশীলনে ওয়ার্নারের বলে নেট বোলার আহত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৮ জুন ২০১৯
অনুশীলনে ওয়ার্নারের বলে নেট বোলার আহত

অস্ট্রেলিয়া দলের অনুশীলনকালে এক নেট বোলার আহত হয়েছেন। শনিবার ওভালে ওপেনার ডেভিড ওয়ার্নারের একটি বল জোরে একজন নেট বোলারের মাথায় লাগলে অনুশীলন বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে রোববার ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনকালে জয়কিষান প্লাহা নামের এক নেট বোলার আহত হন। বল মাথায় লাগার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ওয়ার্নার তার কাছে ছুটে যায়।

এরপরই দলের ফিজিও সেখানে যান এবং একটি স্ট্রেচারে করে তাকে মাঠের মেডিকেল রুমে নেওয়া হয়।

নেট বোলার হিসেবে প্লাহার একজন সতীর্থ এএপপিকে বলেন, আহত হওয়া খেলোয়াড়ের জ্ঞান ছিল এবং পরে আবার অনুশীলন হয়েছে।

আইসিসির ভেন্যু ম্যানেজার মাইকেল গিবসন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটা মাথায় আঘাত তাই সতর্কতা হিসেবে ঐ নেট বোলারকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার জ্ঞান ছিল এবং সে হেসেছে।’

শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে থাকা অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের খেলা দুই ম্যাচেই জয়ী হয়েছে।
ফিঞ্চ বলেন, এ ঘটনায় ওয়ার্নার ‘হতবিম্ব’ হয়ে পড়েছেন।

ফিঞ্চ বলেন, ‘ডেভ অবশ্যই কিছুটা হতবিম্ব। তরুণ প্লাহা এই মুহূর্তে ভালো আছে। সব কিছু ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সে মাঠে ফিরবে।’

এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিযার ঘরোয়া ক্রিকেটে বলের আঘাতে টেস্ট ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যু হয়েছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল