স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করার সুযোগ পেলে বাংলাদেশের বোলারদের উপর রীতিমত তান্ডব চালিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
টস হেরে ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে এখন করতে হবে ৩৮৭ রান।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ৩৩০ রান। তাও আবার এ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এ রান করে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয় পেতে হলে নিজেদের রেকর্ড ভাঙতে হবে।
দলের পক্ষে ওপেনার জেসন রয় ১৪টি চার ও ৫টি ছক্কায় ১২১ বলে ১৫৩ রান করেন। এছাড়া জশ বাটলার ৪৪ বলে ৬৪ ও জনি বেয়ারস্টো ৫০ বলে ৫১ রান করেন।
বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ৭৮ রানে ২ ও মেহেদী হাসান মিরাজ ৬৭ রানে ২ উইকেট নেন। এছাড়া মাশরাফি-মোস্তাফিজুর ১টি করে উইকেট নেন। ১০ ওভার বল করে ৭১ রান দিলেন ছিলেন উইকেট শূন্য।