ইংল্যান্ড ক্রিকেট দল শক্তিশালী দল হলেও তাদেরকে হারানো সম্ভব বলে মনে করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। একই সঙ্গে টাইগার পেসার রুবেল হোসেনকে একাদশে নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
শুক্রবার (৭ জুন) রাতে একাত্তর টিলিভিশনের টক শো ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে মোহাম্মদ আশরাফুল এসব কথা বলেন।
আশরাফুল বলেন, বাংলাদেশ সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভালো ক্রিকেট খেলেছে। তাছাড়া ইংল্যান্ডের সঙ্গে যে মাঠে খেলা হবে সেই কার্ডিফে আমরা অতীতে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছিলাম।
তিনি বলেন, নিউজিল্যান্ডের সঙ্গে একমাত্র সাকিব আল হাসান হাফসেঞ্চুরি পার করতে পেরেছিলেন। বাকি ৬-৭ জন ব্যাটসম্যান সেট হয়ে আউট হয়েছেন। তাদের অনেকের স্কোর ছিল ২০ এর ওপরে। তাদের বড় ইনিংস খেলা উচিত ছিল।
টাইগারদের একজন বোলার বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আশরাফুল। বলেন, আমাদের (বাংলাদেশ) এ খেলায় একজন চেঞ্জ খুবই দরকার। বিশেষ করে বোলার বাড়ানো দরকার। গত দুই ম্যাচে পেস বোলার রুবেলের দলে জায়গা হয়নি। সে খুব দক্ষ একজন খেলোয়াড়। আমার মনে হয় তাকে এ ম্যাচে রাখা উচিত।
টাইগারদের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা যদি খেয়াল করি ইংল্যান্ড বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান প্রায় প্রতিটি ম্যাচেই ৩শ’র বেশি রান করেছিল। বিশ্বকাপেও ইংল্যান্ডের সঙ্গে ৩শ’র বেশি রান করেছে পাকিস্তান। বলা যায়, ইংল্যান্ডেরদের বোলারদের মোকাবেলা করা নিউজিল্যান্ডের থেকে তুলনামূলক সহজ হবে।