বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ জুন ২০১৯
বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

ছবি : গেটি ইমেজ

ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। মঙ্গলবার রাতে বিশ্বকাপের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে বৃষ্টি আইনে ৩৪ রানে হারিয়েছে লঙ্কানরা।

কার্ডিফে বৃষ্টির কারণে এক পর্যায়ে ম্যাচটি ৪১ ওভারে নির্ধারণ করা হয়। সেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ৩৬ দশমিক ৫ ওভারে ২০১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

দলের পক্ষে কুশল পেরেরা ৮১ বলে ৭৮ রান করেন। এছাড়া অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩০ ও লাহিরু থিরিমান্নে ২৫ রান করেন। আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবী ৩০ রানে ৪ উইকেট নেন। রশিদ খান ও দৌলত জাদরানের শিকার ছিল ২টি করে উইকেট।

এরপর বৃষ্টির কারণে জয়ের জন্য ৪১ ওভারে ১৮৭ রানের টার্গেট পায় আফগানিস্তান। কিন্তু শ্রীলঙ্কার বোলারদের তোপে পড়ে ৩২ দশমিক ৪ ওভার ব্যাট করে ১৫২ রানেই গুটিয়ে যায় আফগানরা।

দলের পক্ষে নাজিবুল্লাহ জাদরান ৪৩ ও হজরতউল্লাহ জাজাই ৩০ রান করেন। শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৪টি ও লাসিথ মালিঙ্গা ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার প্রদীপ।



শেয়ার করুন :


আরও পড়ুন

৪০ বছরে তাহিরের অন্যরকম সেঞ্চুরি

৪০ বছরে তাহিরের অন্যরকম সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

বিশ্বকাপে একটি টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা!

বিশ্বকাপে একটি টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা!