যেকোন টুর্নামেন্টে দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উইকেটরক্ষকেরা। টাইগার দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম উইকেটের পেছনো দায়িত্ব পালন ছাড়াও ব্যাট হাতেও গুরু দায়িত্ব পালন করেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অপরিহার্য অংশে পরিণত হয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের ব্যাটিংয়ে যদি কোন একটা দুর্বলতা থেকে থাকে -সেটা তার স্ট্রাইক রেট। সেটা অবশ্য ম্যাচ পরিস্থিতির কারণেও তাকে স্লো খেলতে হয়। প্রতিটি বিশ্বকাপেই মুশফিকের বিশাল অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য অত্যন্ত অপরিহার্য।
প্রয়োজনে বড় শট খেলতে পারদর্শী মুশফিক। ব্যাট হাতে তার রান, উইকেটকিপিং এবং বোলিং লাইন আপে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তার পরামর্শ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে মুশফিকের। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০৫ ওয়ানডেতে ১৯১ ইনিংসে ৩৪.৯৫ গড়ে, ৭৮.১৬ স্ট্রাইক রেটে মোট ৫৫৫৮ রান করেছেন মুশফিক। ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি করা এ তারকার সর্বোচ্চ ইনিংস ১৪৪।
উইকেটরক্ষ হিসেবে তার নামের পাশে রয়েছে ১৬৯টি ক্যাচ এবং ৪২টি স্টাম্পিং। ক্রিকেট বিশ্লেষকদের মতে এবার বিশ্বকাপেও ভালো করবে মুশফিকুর রহিম।