শুরু থেকেই ধুকচিল, ১৫ ওভারে ৬০ রানেই সাজঘরে ফিরেছিল টপ অর্ডার ৬ ব্যাটসম্যান। সেখানে থেকে অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যাটিং দৃরতায় শেষ পর্যন্ত শতক পার করে শ্রীলঙ্কা।
অধিনায়ক ব্যাট হাতে ৫২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার আরও কাউকে পাননি তিনি। প্রথম দিকে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও শেষের দিকে লোকি ফার্গুসনের বোলিং তোপে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় কোচ হাথুরু সিংহের শ্রীলঙ্কা।
ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে ব্যাট হাতে মাঠে নামে শ্রীলঙ্কা।
ব্যাট হাতে নেমে নিউজিল্যান্ডের বোলিং তোপে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ২৯.২ ওভারে আউট হয়ে যায় লঙ্কানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন ওপেনার হিসেবে খেলতে নামা অধিনায়ক দিমুথ করুনারত্নে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওয়ান ডাউনে নামা কুসল পেরেরা, তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন থিসারা পেরেরা। এ তিনজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন ও ম্যাট হেনরি। ফার্গুসন ৬ ওভার বোলিং করে ২২ এবং হেনরি ৭ ওভারে দেন ২৯ রান।