তামিমকে নিয়ে শঙ্কা কমলো, তবে আরও পরীক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০১ জুন ২০১৯
তামিমকে নিয়ে শঙ্কা কমলো, তবে আরও পরীক্ষা

বাঁ হাতের ব্যথা পাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তামিম ইকবালকে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রাথমিক এক্সেতে তামিমের কব্জিতে চিড় ধরা পড়েনি।

এদিকে চিড় ধরা না পড়লেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমকে পাওয়া যাবে কি-না সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।আজ (শনিবার) আবারও গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে চোটের অবস্থা। এরপরই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিসিবি থেকে জানানো হয়, ওভালের নেটে ব্যাটিংয়ের সময় তামিম বাঁ হাতের কব্জিতে চোট পান। প্রথমে বাংলাদেশের ফিজিও তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সতর্কতা হিসেবে তামিমের কব্জিতে এক্স-রে করা হয়।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বোলিং কোচ ওয়ালশ বলেন, ‘মাত্রই হাতে চোট পেয়েছে। এখনও কিছু সেভাবে বোঝা যাচ্ছে না। পর্যবেক্ষণ করা হচ্ছে, এখনই কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু দুর্ভাবনার ব্যাপার হলো, বল হাতে লাগা মাত্রই সে নেট থেকে বেরিয়ে গেছে।’

তামিম ছাড়াও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছে চোটের মধ্যে। পিঠের চোটের কারণে শুক্রবার (৩১ মে) অনুশীলন করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। শঙ্কা রয়েছে প্রথম ম্যাচে খেলা নিয়েও। বোলিং করতে পারেননি মাশরাফিও। তবে বোলিংয়ে ফিরেছেন কাটার মাস্টার পেসার মোস্তাফিজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে তামিম, শঙ্কায় সাইফুদ্দিন

ইনজুরিতে তামিম, শঙ্কায় সাইফুদ্দিন

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা

বিশ্বকাপে নেমেই ইতিহাস গড়লেন তাহির

বিশ্বকাপে নেমেই ইতিহাস গড়লেন তাহির

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৫ রানে অলআউট পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৫ রানে অলআউট পাকিস্তান