বিশ্বকাপে ‘ধারাভাষ্যকার’ শচীনের অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ৩০ মে ২০১৯
বিশ্বকাপে ‘ধারাভাষ্যকার’ শচীনের অভিষেক

ফাইল ফটো

ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের বল মাঠে গড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ টুর্নামেন্ট।

এদিকে বিশ্বকাপে এবার নতুন আঙ্গিকে ‘ধারাভাষ্যকার’ হিসেবে অভিষেক ঘটেছে ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন টেন্ডুলকার।

‘শচিনস ওপেনস এগেইন’ নামে নিজের সেগমেন্টে হিন্দি ও ইংরেজীতে ধারাভাষ্য দেন ক্রিকেটে সর্বোচ্চ রানের এ মালিক। ভারতের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ ২২৭৮ রান করেন টেন্ডুলকার।

২০১৩ সালে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেওয়া টেন্ডুলকার ২৪ বছরের ক্যারিয়ারে মোট ৩৪ হাজার ৩৭৫ রান করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে নেমেই ইতিহাস গড়লেন তাহির

বিশ্বকাপে নেমেই ইতিহাস গড়লেন তাহির

ভারতীয় ব্যাটিং লাইনআপের শক্তি বোঝালেন টেন্ডুলকার

ভারতীয় ব্যাটিং লাইনআপের শক্তি বোঝালেন টেন্ডুলকার

বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা